সত্যি বলতে কি, আমি একজন নির্ভেজাল এবং সফল অবিবাহিতা। এই নিয়ে গর্বের শেষ নেই আমার। আমার বন্ধু বান্ধবীরা যখন তাদের বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে বেশ চিন্তিত, তখন আমি কলার তুলে বলি, বস একা থাকাটা একটা আর্ট। কোন ঝামেলা নেই, কারো ভবিষ্যৎ নিয়ে ভাববার প্রয়োজন নেই, শুধুই আমার সাথে আমি আর আমি আমার সাথে।
কিন্তু আমার এই অসম্ভব স্বাধীনতায় বাধ সাধে বাড়ির লোক ! আমাকে নিয়ে তাদের উদ্বিগ্ন হতে দেখে আমিও খানিক উদ্বিগ্ন হয়ে পড়ি। কিন্তু আমি তো আমিই। কোন ভাবে বুঝিয়ে তাদের উদ্বিগ্ন হবার বিষয়টা একটু হালকা করে দিই। আমাকে, ভগবানের একজন সৃষ্টিছাড়া জীব ভেবে, বাড়ির লোক খানিক ক্ষমাও করে দেয়। ফলে আমার বার বাড়ন্ত।
তবে একটা সুখবর আছে। আমাকে আর খুব কষ্ট করে বাড়ির লোকজনদের বোঝাতে হবে না। আমাদের সবজান্তা " গুগল " আমার এই সমস্যার সমাধান করে দিয়েছে। গুগল ট্রান্সলেটে গিয়ে unworried লিখতেই জাদু হয়ে গেল। গুগল বলছে unworried এর বাংলা অবিবাহিত। আমি আর এই খুশি ধরে রাখতে পারলাম না। তাই এটা নিয়ে একটা পোস্ট লিখতে শুরু করলাম।
আপনারা নিশ্চই আমার খুশির কারণটা বুঝতে পারছেন না ? আরে বাবা, unworried এর ডিক্শনারি মানে তো নিশ্চিন্ত। তাহলে বিষয়টা কি দাঁড়ালো ? অবিবাহিত হওয়াটা নিশ্চিন্ত হবার বিষয়। গুগল পর্যন্ত জেনে গেছে। আর এটা বাড়ির লোক বুঝবে না বলছেন ? বিশ্বাস না হলে একবার ট্রান্সলেট করেই দেখুন না ?
0 মন্তব্যসমূহ
আপনার মূল্যবান মন্তব্য আমাকে অনুপ্রাণিত করে !