তোর গায়ের গন্ধ মেখে হায়
আমার জীবন কেটে যায়
সর্বনাশের পথে ঘুরে ঘুরে
তোর চোখের পাগল পারা টান
ভুলিয়েছে কি কীর্তন কি আজান
তবু তুই আলোকবর্ষ দূরে
আমার সর্বনাশের পথ
তাতে তোর - আমার দ্বৈরথ
জিতছি আমি দুরন্ত সব হারে
অনেক অনেক স্বপ্ন তবু দেখি
ঘুমটা ছাড়া রাতে নামে সবই
ভালোবাসার রোগ কি কারো সারে
আমার শেষ কবিতার কালি
যদি আকাশ জুড়ে ঢালী
তাহলে তুই কলঙ্কহীন চাঁদ
---- কবি হাসানুর জামান
0 মন্তব্যসমূহ
আপনার মূল্যবান মন্তব্য আমাকে অনুপ্রাণিত করে !