Ticker

6/recent/ticker-posts

কলঙ্কহীন চাঁদ

immaculate moon,kalanka heen chand,poem


তোর গায়ের গন্ধ মেখে হায়

আমার জীবন কেটে যায়

সর্বনাশের পথে ঘুরে ঘুরে


তোর চোখের পাগল পারা টান

ভুলিয়েছে কি কীর্তন কি আজান

তবু তুই আলোকবর্ষ দূরে


আমার সর্বনাশের পথ

তাতে তোর - আমার দ্বৈরথ

জিতছি আমি দুরন্ত সব হারে


অনেক অনেক স্বপ্ন তবু দেখি

ঘুমটা ছাড়া রাতে নামে সবই

ভালোবাসার রোগ কি কারো সারে


আমার শেষ কবিতার কালি

যদি আকাশ জুড়ে ঢালী

তাহলে তুই কলঙ্কহীন চাঁদ



---- কবি হাসানুর জামান




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ