আর একবার তোর স্বাদ নেব –
পূর্ণতায়,
আর একবার তোকে গালি দেবো –
প্রেমে,
আর একবার তোকে ব্যাথা দেবো –
শুন্যতায়,
এই শেষ বার, আমি শেষ হবো
তোর মধ্যে নেমে।
আর একবার তোকে জেনে নেব
মিসড কলে,
আর একবার তোকে মেনে হবো –
দিশেহারা,
আর একবার তোকে ছেড়ে যাবো
কাছে আসবার ছলে,
এই শেষ বার, আমি শেষ হবো
তোকে একটু ছাড়া।
এই শেষ বার শুধু একবার কোন পর্দাহীন
ঘরে,
তোর সঙ্গে সবকিছু, সবাই,
প্রেম ভাঙ্গলে যা করে।
--কবি হাসানুর জামান
0 মন্তব্যসমূহ
আপনার মূল্যবান মন্তব্য আমাকে অনুপ্রাণিত করে !