তোকে ছিঁড়ে – খুঁড়ে খাই
রোজ, মনে মনে।
কখনো বা আলো জ্বালা অন্ধকার
কোণে,
তোর মাঝামাঝি ডুবে গিয়ে
দেখি-
ডুবতে তখনো আমার কয়েক জন্ম
বাকি।
তারপর সাঁতরে কলাকৌশল যত
আমার জানা ছিল, সবগুলি
অবিরত
তোর মধ্যে খেলে নিল। শেষে
হেরে গিয়ে খেলা
আবিষ্কার করল তোর জন্য মন
খারাপ দু’বেলা।
সেই মনখারাপের দিব্যি কেটে
বলি-
একমাত্র তোকে ছাড়া সব
নারীকেই সমঝে চলি।
-- কবি হাসানুর জামান
0 মন্তব্যসমূহ
আপনার মূল্যবান মন্তব্য আমাকে অনুপ্রাণিত করে !