আমি হিন্দু নই,
আমি মুসলমানও নই,
আমি মানুষ হবার পাঠ পড়ি।
এসো মুসলমান, এসো হিন্দু,
আমাকে মারো, আমাকে খতম করো।
তোমরা পাশাপাশি দাঁড়াও
একটা করে হাত দিয়ে শক্ত করে
ধরো আমাকে,
অন্য হাতে ধরো অস্ত্র।
আমার দু’চোখে গভীরভাবে
দ্যাখো আর,
আর ঠিক দু’টুকরো করে বল- “এ
হিন্দু- এ মুসলমান”!
তবে তার আগে, তোমাদের মনে
জমে রয়েছে যত
ঐতিহাসিক ঘৃণা, একে ওপরের জন্য,
জমে রয়েছে যত প্রতিহিংসার
অগ্নিজ্বালা্,
তাদের একবিন্দুও অবশিষ্ট না
রেখে,
সব উগরে দাও, আমার শরীর-মনে।
আমার রক্তে ডুবে মরুক
ধর্মীয় সন্ত্রাস!
--কবি হাসানুর জামান
--কবি হাসানুর জামান
0 মন্তব্যসমূহ
আপনার মূল্যবান মন্তব্য আমাকে অনুপ্রাণিত করে !