পরিকল্পিত ভাবেই টাকির উদ্দেশ্যে যাওয়া। কিন্তু ইছামতীতে ভ্রমণ একদমই হঠাৎ। ওখানকার স্মৃতিকে অমর করার জন্য কিছু মুহূর্ত ক্যামেরা বন্দী করেছিলাম। যদিও আমি ফটোগ্রাফার নই তবুও চেষ্টা করেছি আমার অনুভূতি গুলো ক্যামেরা বন্দী করতে। সেগুলোই এখানে শেয়ার করলাম।
টাকি যাবার পথে ,সন্দালিয়া |
মাছের ভেড়ি |
দিগন্ত বিস্তারিত খোলা মাঠ |
ইছামতী |
আকাশ ও ইছামতী |
ফ্রেমে বন্দী আকাশ আর নদী |
বৃষ্টি ভেজা লেন্সে ইছামতী আর তার পাড় |
ছবির মতো সত্যি |
1 মন্তব্যসমূহ
Beautifully portrayed.
উত্তরমুছুনhttps://meandmoments.in
আপনার মূল্যবান মন্তব্য আমাকে অনুপ্রাণিত করে !