এমনিতে আমি খুব একটা ভালো লিখিয়ে নই।
কিন্তু ব্লগ লেখার সখ আমার ষোলোআনা। সমস্যাটা হল কি লিখবো ? আজ নববর্ষের প্রথম দিন। মানে আজ পয়লা বৈশাখ। ভাবছি আজ হালখাতাটা করেই ফেলি।
কিন্তু লিখবো কি ???
অনেক ভেবে দেখলাম, "হালখাতা"
শব্দটা নিয়েই লিখি। হালখাতা শব্দের অর্থ হল চলতি হিসাবের খাতা, নূতন খাতা বা নূতন বৎসরের
হিসাবের খাতা। ইতিহাসে কান পাতলে শোনা যায়, মোঘল সম্রাট আকবরের আমল থেকে পয়লা বৈশাখ
উদযাপন এবং বাংলা সনের প্রথম দিনে দোকানপাটের হিসাব আনুষ্ঠানিকভাবে হালনাগাদ করার প্রক্রিয়া
শুরু হয়। আনুমানিক ১৫৫৬ বা ৯৯২ হিজরিতে,খাজনা আদায়ে শৃঙ্খলা আনার জন্য সম্রাট আকবর
তৎকালীন সময়ের বিখ্যাত জ্যোর্তিবিজ্ঞানী আমির ফতেহউল্লাহ সিরাজিকে আদেশ দেন প্রাচীন
পঞ্জিকা সংস্কারের এবং বাংলা সালের প্রবর্তন করেন।তখন এই গণনা পদ্ধতির নাম ছিল ফসলি
সন। চৈত্রের শেষ দিন পর্যন্ত প্রজারা তাদের বাকি খাজনা পরিশোধ করতেন জমিদার বাড়ি গিয়ে
এবং বছরের প্রথমদিন মানে পয়লা বৈশাখ, জমিদার প্রজাদের মিষ্টি মুখ করানোর পাশাপাশি আনন্দ
উৎসব করতেন। এছাড়াও ছোট বড় মাঝারি ব্যবসায়ী ও দোকানদার ওই দিন হালখাতা করতেন।
তবে ব্যবসায়ী সম্প্রদায় আজও নববর্ষের
দিন হালখাতা করে থাকেন। কেউ কেউ আবার অক্ষয় তৃতীয়ার দিনেও এই হালখাতা অনুষ্ঠান করে
থাকেন। ছোট বড় মাঝারি ব্যবসায়ীরা তাদের দেন পাওনার হিসাব এক জায়গায় করে এইদিন হিসাবের
নতুন খাতা খোলেন। তাই খরিদ্দারদের বিনীত ভাবে পাওনা পরিশোধ করার কথা মনে করিয়ে দেবার
পাশাপাশি শুভ হালখাতা কার্ডের মাধ্যমে ওই বিশেষ দিনে দোকানে আসার নিমন্ত্রণ জানানো
হয়। এই উপলক্ষে ১লা বৈশাখের দিন ব্যবসায়ীরা তাদের খরিদ্দারদের মিষ্টি মুখ করান এবং
খরিদ্দাররা তাদের সামর্থ অনুযায়ী পুরোনো দেন পরিশোধ করেন। হিসাবের খাতা হালনাগাদ করা
থেকেই "হালখাতা " শব্দের উদ্ভব। বাঙালী ব্যবসায়ী মাত্রই এই অনুষ্ঠান পালন
করে থাকেন।
![]() |
চিত্র ঋণ: risingnews24.com |
এইদিন ব্যবসায়ীরা সিদ্ধিদাতা গণেশ ও
বিত্তের দেবী লক্ষ্মীর পূজা করে থাকেন এই কামনায় যে,তাদের সারা বছর যেন ব্যবসা ভালো
যায়। পূজার্চনার পর তাঁর পায়ে ছোঁয়ানো সিঁদুরের স্বস্তিকা চিহ্ন আঁকা লাল সালু কাপড়ের
মলাটে মোড়ানো লাল রঙের খাতায় নতুন বছরের হিসেবে করা হয়।
![]() |
চিত্র ঋণ: news18.com |
![]() |
চিত্র ঋণ: prothomalo.com |
তথ্যঋণ : Prothom Alo, news18, risingnews24.com
3 মন্তব্যসমূহ
Lekhar style ta besh valo. Carry on
উত্তরমুছুনThank you!
মুছুনNice expressions... Go ahead
উত্তরমুছুনআপনার মূল্যবান মন্তব্য আমাকে অনুপ্রাণিত করে !